সৌদিতে নিহত কুলাউড়ার তাজ উদ্দিনের দাফন আজ

April 15, 2017,

বিশেষ প্রতিনিধি॥ সৌদিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে নিহত কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের তাজ উদ্দিন (৩৬) এর দাফন ১৫ এপ্রিল শনিবার সকাল ১০টায় তার নিজ গ্রাম মুক্তাজিপুর বাজার মাঠে অনুষ্টিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। তাজ উদ্দিনের লাশ শুক্রবার দুপুরে বাংলাদেশ বিমানে ঢাকা শাহজালাল বিমানবন্দরে পৌছার পর সড়কপথে রওয়ানা হয়ে রাত ১২টায় তার লাশ নিয়ে গ্রামের বাড়ীতে নিয়ে আসা হয়।
জানা যায়, ভুকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের মৃত তুতা মিয়ার পুত্র তাজ উদ্দিন ২০০৪ সালে সৌদি আরবে গিয়ে আলবা এলাকায় নির্মান শ্রমিকের কাজে যোগ দেন। গত ২৫ মার্চ কর্মস্থলে এক ভবনে নির্মানকাজ করার সময় আকস্মিকভাবে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মারা যান। পরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়। নিহত তাজ উদ্দিনের লাশ দেশে নিয়ে আসার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার দেশে লাশ পৌছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে নিহত তাজ উদ্দিন স্ত্রীসহ দেড় বছরের একমাত্র মেয়ে শিশু সন্তান রেখে যান।
উল্লেখ্য, নিহত তাজ উদ্দিনের বাবা তুতা মিয়া একইভাবে সৌদিতে থাকাবস্থায় ১৯৮২ সালে এক সড়ক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com