স্ত্রী শ্বশুর বাড়ি যাওয়ায় স্বামীর আত্মহত্যা
শাহ সুলতান আহমোদ নবীগঞ্জ, (হবিগঞ্জ) থেকে॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার কাটকাল গ্রামে স্ত্রী শ্বশুর বাড়ি যাওয়ায় অভিমানে স্বামী জাফর আহমেদ ২০ নামের যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছে । সে ওই গ্রামের নুরুল হুদার পুত্র। সুত্রে জানা গেছে- প্রায় ৪/৫ মাস পুর্বে জাফর মিয়া একই গ্রামের আবুল মিয়া কন্যা মোছাঃ আছমা আক্তারকে বিয়ে করেন । বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময়ই বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলছিলো ।
২৪ মে মঙ্গলবার দুপুরে স্ত্রী আছমা পরিবারের সকলের অগোচরে পিতার বাড়িতে চলে যায় । কিন্তু মেনে নিতে পারেননি স্বামী জাফর । সে স্ত্রীর সাথে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে ছটফট করতে থাকে । পরিবারের লোকজন তাহা আচ করতে পেরে তাৎক্ষনিক ভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান । সন্ধ্যায় জাফর মৃত্যুর কুলে ঢলে পড়ে ।
মন্তব্য করুন