স্বাধীনতা বিরোধীরা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চক্রান্ত করছে- কুলাউড়ায় আ’লীগের নাদেল

October 15, 2021,

মাহফুজ শাকিল॥ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, কুমিল্লার ঘটনায় সারাদেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চালানো হয়েছে। হামলার ইন্ধন এসেছে দেশ ও বিদেশ থেকে। স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল করে তুলতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চক্রান্ত করছে।

বর্তমান সরকার বিষয়টি কঠোরভাবে দমনের জন্য কড়া পদক্ষেপ নিয়েছে।  আমাদের জেলা ও উপজেলা প্রশাসনের শক্ত ভূমিকায় বড় ধরণের নাশকতা থেকে অনেক পূজাম-প রক্ষা পেয়েছে।

বৃহস্পতিবার ১৪ অক্টোবর সন্ধ্যায় কুলাউড়া উপজেলার কর্মধার এলাকায় হামলায় শিকার ৩ টি  ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, কুমিল্লার ঘটনায় কুলাউড়া উপজেলার কর্মধার ইউনিয়নের নলডরী কালী মন্দির, রাজানগর ও আছকরাবাদ চা বাগানের মন্দিরে হামলা চালিয়েছে স্বাধীনতা বিরোধীরা। ধর্মীয় উস্কানিতে যারাই জড়িত থাকবে তাদেরকে ছাড় দেয়া হবেনা। ক্ষতিগ্রস্ত পূজা ম-পে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ পূজাম-পে ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহযোগীতা করেন।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ রহমান আতিকসহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com