হাওরে সব হারিয়ে ক্ষুধার্ত কৃষক ও মৎস্যজীবিরা ত্রাণের দাবিতে রাস্তায়

May 1, 2017,

স্টাফ রিপোর্টার॥ হাওরে অকাল বন্যায় ফসল হারিয়ে মৌলভীবাজারের ক্ষুধার্ত কৃষক ও মৎস্যজীবিরা এখন রাস্তায় ত্রাণের দাবিতে আন্দোলনে নেমেছেন।
৩০ এপ্রিল রবিবার দুপুরে জেলার রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ ও জুড়ী উপজেলায় জেলার ক্ষতিগ্রস্ত চার লক্ষ কৃষক ও মৎস্যজীবীদের বছরব্যাপী খাদ্য সহায়তা ও পূনর্বাসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি ও হাওর রক্ষা সংগ্রাম কমিটি।
সমাবেশ শেষে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কমরেড আব্দুল মালিক, হাওর রক্ষা কমিটির ইমরুল ইসলাম, ক্ষেত মজুরের মোশারফ হোসেন সহ অন্যরা।
এতে বক্তারা বলেন মৌলভীবাজারে চার লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, অথচ এখানে এক হাজার মানুষের জন্য ত্রাণ পাঠানো হয়েছে, যা হাস্যকর। অনতিবিলম্বে হাওর এলাকাকাকে দুর্গত এলাকা  ঘোষণাসহ পর্যাপ্ত ত্রান সামগ্রী ও কৃষক মৎসজীবীদের বছরব্যাপী খাদ্য সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বক্তারা প্রধানমন্ত্রীকে মৌলভীবাজারের হাকালুকি হাওর এলাকা পরিদর্শনেরও অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com