হাজীপুরে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

September 19, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মহামারী করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরে ইউনিয়নে ৪০জন অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে খাদ্য ও ৩ জনকে চিকিৎসা বাবত নগদ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও দক্ষিণ বিলেরপার (গুচ্ছগ্রাম) জামে মসজিদে একটি গেইট প্রদান করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা দেশ ও প্রবাস একতা যুব সংঘের উদ্যোগে এসব বিতরণ করা হয়।

দেশ ও প্রবাস একতা যুব সংগঠনের প্রধান উপদেষ্ঠা সাংবাদিক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য মো. মুশেদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম খান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী মুক্তিযোদ্ধা মান উল্যা, মাসুক আলী, আরজু মিয়া, উপদেষ্ঠামন্ডলীর সদস্য আব্দুস ছালাম, আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী, সদস্য মইনুল ইসলাম, লিয়াকত আলী, আলাল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি আলু, ১কেজি লবন। এছাড়া অসহায় ৩ জনকে নগদ ২ হাজার টাকা করে চিকিৎসা বাবত ও ৩৪ হাজার টাকা মূল্যের মসজিদের একটি গেইট প্রদান করা হয়।

এর আগে করোনা ভাইরাস প্রাদুভার্ব শুরু হবার পর থেকে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সংগঠনের সভাপতি বাহরাইন প্রবাসী জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক সায়েদ আহমদ, উপদেষ্ঠা লেবু আহমদ, মজমিল মিয়া, সদস্য ওয়াহিদ আলীর পক্ষ থেকে বিভিন্ন সময় খাদ্য সামগ্রী প্রদান করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com