হোল্ডিং ট্যাক্স সংগ্রহ করতে মেয়র বাসা বাড়িতে
May 14, 2017,

মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার পৌরসভার বাসা বাড়ির বকেয়া হোল্ডিং ট্যাক্স সংগ্রহ করতে মেয়র পৌরসভার কাউন্সিলরসহ কর্মকর্তারা বাসা বাড়িতে যাচ্ছেন।
শানিবার ১৩ মে পৌর শহরের বিভিন্ন সড়কের বাসা বাড়িতে যান।
পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান মৌলভীবাজার জানান, সরকার থেকে নিদের্শনা রয়েছে এবার ৯০ভাগ হোল্ডিং ট্যাক্স সংগ্রহ করতে না পারলে সরকারের অনেক বরাদ্দ বন্ধ হয়ে যাবে।
তিনি আরো বলেন, মৌলভীবাজার পৌরসভার উন্নয়নের সার্থে আগামি ২৯ মের মধ্যে পৌর বাসীরা বকেয়া বিল দেয়ার জন্য অনুরোধ করেন।
মন্তব্য করুন