কমলগঞ্জে ১৫০টি পরিবারে ঢেউটিন বিতরণ

September 23, 2024,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদারের পরিবারের সদস্য লন্ডন, আমেরিকা, প্রবাসী ভাই বোন, আত্মীয় স্বজনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগস্ত অসহায় ১৫০ টি পরিবারের মাঝে সাড়ে চার লক্ষ টাকার ঢেউটিন বিতরণ করা হয়।

সোমবার ২৩ সেপ্টেম্বর দুপুরে চেয়ারম্যানের মুন্সীবাজারস্থ নিজ বাসভবনে এ ঢেউটিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুন্সীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: রুমেল আহমেদ তরফদার, লন্ডন প্রবাসী নাজিম আহমেদ তরফদার, ব্যবসায়ী ইমন আহমেদ তরফদার, ইসরাইল আহমেদ, স্বাস্থ্যকর্মী মইনউদ্দিন আহমেদ, ইউপি সদস্য সুহেল আহমদ, রাইনুল ইসলাম, সালাহ উদ্দিন, মো: আদর মিয়া, যুবদল নেতা রায়হান রাজু, ব্যবসায়ী লিপন আহমেদ, আব্দুল মালেক, জাহাঙ্গীর মিয়া প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সবার মঙ্গল কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com