২১ বারের মতো শ্রেষ্ঠ পুলিশ অফিসার মাহবুবুল আলম

January 12, 2023,

স্টাফ রিপোর্টার॥ প্রতি মাসের ন্যায় ধারাবাহিকতায় ২১ বারের মতো মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম।

বৃহস্পতিবার ১২ জানুয়ারি সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড ও জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শেষে দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সম্মননা স্মারক ও ধন্যবাদপত্র তুলে দেন।

সন্ত্রাস মাদক প্রতিরোধ আইনশৃঙ্খলা উন্নতি অব্যাহত রাখায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় অভিন্ন মানদন্ডের ভিত্তিতে শ্রেষ্ঠ ও ওয়ারেন্ট তামিলকারি অফিসার মাহবুব আলমকে জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসারের পুরষ্কার দেওয়া হয়।

মাহবুবুল আলম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক তত্ত্বাবধানে ও উৎসাহ উদ্দীপনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মশিউর রহমান ও পুলিশ পরিদর্শক (অপারেশন) আবুল কালামসহ মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের সহযোগিতায় পুরস্কার প্রাপ্তিতে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ভবিষ্যতে আরো ভালো কিছু করার প্রত্যয়ে সবার দোয়া ও সহযোগীতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •