২৫মে কুলাউড়া আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

May 20, 2025,

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান ফের কুলাউড়া আসছেন। আগামী ২৫ মে রোববার রাতে  হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজারে এক পথসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত  সমর্থিত নেতাকর্মীদের দেওয়া পোস্ট থেকে এই তথ্য জানা গেছে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের বেড়কুড়ি এলাকায় জন্মগ্রহণ করেন।

সিলেটের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ডা. শফিকুর রহমান ১৯৯৫ সালে সিলেট পৌরসভা এবং ১৯৯৬ সালে সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে  প্রতিদ্বন্দ্বিতা করে সম্মানজনক ভোট পান। ২০০১ সালে ৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নিজ জন্মস্থান কুলাউড়া আসনে তিনি  প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হন ।

জামায়াতে ইসলামী সিলেট মহানগর আমির ছিলেন ডা. শফিকুর রহমান। পরে তিনি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন। ২০২০ সালে তিনি জামায়াতের আমির নির্বাচিত হন। পরবর্তীতে দীর্ঘ কারাবাসের পর আবারও জামায়াতের আমির নির্বাচিত হয়ে এখন পর্যন্ত এই দায়িত্বে আছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com