২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দেশব্যাপী কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা

November 24, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়শন (গভ. রেজি. এস-১০২৮/৯৮) এর কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২২ শুক্রবার ২৫ নভেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। ২৫ ও ২৬ নভেম্বর দুই দিনব্যাপী এই বৃত্তি পরীক্ষা দেশের ১০৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহকারী শিক্ষা সম্পাদক মো. মোশারেফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ২০২২ সালের সারা দেশের সবচেয়ে বড় বেসরকারি এ প্রতিযোগিতামূলক পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রাত পোহালেই ২০২২ সালের সবচেয়ে বড় আয়োজনে অংশ গ্রহণ করার জন্য মুখিয়ে আছে সারা দেশের ১০৩ টি কেন্দ্রের কয়েক হাজার শিক্ষার্থী।

প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা সফল করতে এবং পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মিসেস মনোয়োরা ভূঁইয়া, মহাসচিব মিজানুর রহমান সরকার, যুগ্ম মহাসচিব ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক হামিদুর  রহমান ও শিক্ষা সম্পাদক মো. আব্দুল আলিম।

সংগঠন সুত্রে জানা যায়, দেশের ৪০ হাজার কিন্ডারগার্টেন স্কুলসমুহের প্রতিনিধিত্বকারী সবচেয়ে বড় সংগঠন এটি।  প্রতি বছর দেশব্যাপী বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে এ সংগঠন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com