২৫ মার্চ গণহত্যা দিবসে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

March 25, 2025,

স্টাফ রিপোর্টার : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।

সোমবার ২৫ মার্চ সকালে শহরের শাহ মোস্তফা রোডস্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, “আমাদের বীর শহীদদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। তাঁদের আত্মদানের কারণেই আজ আমরা স্বাধীনভাবে বেঁচে আছি।”

পুষ্পস্তবক অর্পণের পর নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহাবুবুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

মৌলভীবাজার জেলা পুলিশের এই শ্রদ্ধাঞ্জলি শহীদদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখবে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com