২৮ জানুয়ারি মৌলভীবাজার সরকারি কলেজে মানববন্ধন

সাইফুল্লাহ হাসান॥ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের, সুযোগ-সুবিধা, দাবী দাওয়া, অধিকার নিশ্চিত করার একমাত্র সংগঠনের নাম ছাত্র সংসদ।
অনেক বছর ধরে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ বন্ধ, এর একমাত্র কারণ হলো কর্তৃপক্ষ সময়মতো নির্বাচন না দেয়া।
তবে আশার কথা হলো আগামী ১১ মার্চ ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসু নির্বাচনের পরে সারা দেশে ক্রমান্বয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হবে।
আমরা সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুব বেশি কিছু করতে পারবো না। তবে আমরা চাই- মৌলভীবাজার জেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ, ঐতিহ্যবাহী মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন হোক অতি দ্রুত ।
২৮ জানুয়ারি সকাল ১১ টায় ‘ছাত্র সংসদ’ নির্বাচন সচল করার জন্য একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে কলেজ ক্যাম্পাসে।
এতে সকল শিক্ষার্থীদের উপস্থিতি কামনা করছেন মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু।
মন্তব্য করুন