৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি- কুলাউড়ায় পৌর মেয়র সিপার উদ্দিনের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি
মাহফুজ শাকিল : মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে কুলাউড়া পৌরসভার শিক্ষার্থীসহ জনসাধারণ। রোববার ১৮ আগস্ট সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ২ ঘন্টা পৌর ভবনের সামনে অবস্থান নিয়ে সিপার উদ্দিন আহমদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী ও স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষক অ্যাখা দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পৌর মেয়রকে পৌরসভায় না পেয়ে পৌর সচিব, কাউন্সিলরদেরকে অবরুদ্ধ করে রাখেন। পরে সকল শিক্ষার্থীরা গণস্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে সিপার উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন। যার অনুলিপি দেয়া হয়েছে, কুলাউড়ার সেনাবাহিনীর ক্যাম্প, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ কুলাউড়া থানাসহ পৌরসভার সকল কাউন্সিলারদের।
শিক্ষার্থীদের দাবির সাথে সম্মতি জানিয়ে স্মারকলিপিতে স্মাক্ষর করেন পৌর সচিব শরদিন্দু রায়, কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, কায়ছার আরিফ, লোকমান আলী, হারুনুর রশীদ, তানভীর আহমদ শাওন, সাইফুর রশীদ সুমন, জহরুল ইসলাম খান খছরু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতানা বেগম লাইলী, সুফিয়া বেগম চৌধুরী, তাসলিমা সুলতানা মনি। এসময় ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুর রহমান, রুহুল আমিন, সাইদুল হক, নাহিদুর রহমান, আবু শাওয়াল আল আদনান চৌধুরী, জাহিদুল ইসলাম, লিংকন আহমদ, জামিল আহমদ, শেখ মোহাম্মদ রানা, শামিম আহমদ, তানজিরুল ইসলাম তামিমসহ প্রায় ৩০ জন শিক্ষার্থী।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, মেয়র সিপার উদ্দিন আহমদের ব্যবহার ও কার্যক্রমে তারা খুবই উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মেয়র দায়িত্বপালন কালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সাধারণ ছাত্ররা গত ১৮ জুলাই শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিলে তাঁর নেতৃত্বে ছাত্রলীগের ক্যাডার বাহিনী সশস্ত্র হামলা করে। তাতে অনেক শিক্ষার্থী আহত হয়। তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে নানা অশ্রাব্য ভাষা প্রয়োগ করেন। তাঁর এই অনৈতিক ও অমানবিক আচরণে সকল শিক্ষার্থী ও পৌরসভার জনসাধারণের জনমনে বিরুপ প্রভাব পড়ে। তারা অভিযোগ করে বলেন, সাধারণ শিক্ষার্থীদের প্রাণে হত্যার উদ্দেশ্য হামলার নেতৃত্ব প্রদান, শিক্ষার্থীদের হয়রানি, অশ্রাব্য ভাষা প্রয়োগ ও বিভিন্নভাবে হমকি প্রদান করায় শিক্ষার্থীরা বিনা শর্তে ৪৮ ঘন্টার মধ্যে মেয়রের পদত্যাগ নিশ্চিত করার জন্য স্মারকলিপিতে দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন বলেন, মেয়রের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি আমার কাছে দিয়েছে। আমি সেটি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো।
উল্লেখ্য, মেয়র সিপার উদ্দিন গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে অদ্যাবদি পর্যন্ত কুলাউড়া পৌরসভায় অফিস করেননি বলে জানা গেছে।
মন্তব্য করুন