৪ টি সংসদীয় আসনে ৪ জনের মনোনয়ন নিশ্চিত

November 18, 2018,

ইমাদ উদ দীন॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৪টি সংসদীয় আসনে আওয়ামীলীগ ও বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ৫১জন। তন্মধ্যে আওয়ামীলীগের ২৭ ও বিএনপির ২৪ জন। মহা জোট আওয়ামীলীগ থেকে ১ জন ও জাতীয় ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোট থেকে ৩জনের মনোনয়ন অনেকটাই নিশ্চিত।

৫১ জন মনোনয়পত্র সংগ্রহের পর তা পূরণ করে জমাও দিয়েছেন। এখন চলছে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। তবে এই দু’প্রতীক ছাড়াও জেলার ৪টি আসনে জাতীয় পার্টি, জামাত, জাসদসহ অনান্য দল ও স্বতন্ত্র মিলিয়ে আরো ২০-২৫ জন আগ্রহী প্রার্থী রয়েেেছন। কিন্তু ধানের শীষ ও নৌকা ছাড়া  অন্য প্রতীকের প্রতি ভোটারদের কৌতুহল বা আগ্রহ নেই বললে চলে। তাই সবার চোখ এই দুই প্রতীকের প্রার্থীদের নিয়ে। কারা হচ্ছেন ধানের শীষ ও নৌকার কান্ডারি এ নিয়ে নিজ নির্বাচনী এলাকাসহ জেলা জুড়ে চলছে নানা আলোচনা আর কৌতুহল। এখন মাঠে নেই মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় টিকিটের আশায় জোর লবিংয়ের জন্য রাজধানীতে অবস্থান করছেন গেল ক’দিন থেকে। তবে বসে নেই তাদের কর্মী সমর্থকরা। প্রধান দুই দলের নেতা-কর্মীরা পোস্টার-ব্যানার ও লিফলেটের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের পক্ষ থেকে ভোটাদের কাছে তাদের সালাম আদাব পৌঁচাচ্ছেন। আর তাদের সর্মথন ও দোয়া আর্শিবাদ চাইছেন।

জানা যায় দলীয় সাক্ষাৎকার শেষে জোট-মাহাজোট, জাতীয় ঐক্যফন্ট ও যুক্তফন্টের সাথে বৈঠক শেষে চূড়ান্ত হিসাব নিকাশের পর নৌকা ও ধানের শীষের প্রার্থী নির্ধারণ করা হবে। কয়েকটি সুত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অনেকটা নিশ্চিত হওয়া গেছে এপর্যন্ত ৪টি আসনের মধ্যে বিএনপি ও আওয়ামীলীগের প্রার্থী হিসেবে যারা মনোনীত হয়েছেন।

তারা হলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আওয়ামীলীগের নৌকা প্রতীকে হুইপ মোঃ শাহাব উদ্দিন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) জাতীয় ঐক্য ফ্রন্ট ও ২৩ দলীয় জোটের শীর্ষ নেতা, সাবেক ডাকসুর ভিপি ও এমপি সুলতান মোঃ মনসুর আহমদ, প্রতীক ধানের শীষ।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) ধানের শীষ প্রতীকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) বিএনপি ধানের শীষ প্রতীকে হাজি মুজিবুর রহমান মুজিব। কোন বড় ধরনের পরিবর্তন না হলে ৪টি আসনে এপর্যন্ত এই ৪ জন প্রার্থী অনেকটাই নিশ্চিত বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com