৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মৌলভীবাজারে ছাত্রলীগের বর্ণাঢ্য র‌্যালী

January 27, 2019,

আশরাফ আলী॥ বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা, বেলুন উড়ানো ও কেক কাটা কর্মসূচির আয়োজন করা হয় ।

রবিবার ২৭ জানুয়ারী দুপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালীটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে এসে শেষ হয়। র‌্যালী শেষে সমাবশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।

এর আগে শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সহ-সভাপতি মসুদ আহমদ, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মোঃ কামাল হোসেন, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি ও জেলা ছাত্রলীগ সহ-সভাপতি হাসান আহমেদ তারেক।

র‌্যালী শেষে কেক কেটে ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় জেলা ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com