৭ ফেব্রুয়ারী মৌলভীবাজার উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মহফিল
February 6, 2019,

স্টাফ রিপোর্টার॥ ঐতিহ্যেবাহি মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বেলা ২ টা হতে মধ্য রাত পযন্ত দেশের সুনাম ধন্য উলামায়ে কেরামগন নছিহত পেশ করবেন। তার ইহকাল পরকাল, নামাজ,, নাযাত, দ্বীন,পর্দা, ও ইসলামের বিভিন্ন ধিক তুলে ধরে বয়ান করবেন। মাদ্রাসার অধ্যক্ষ মুফতি বশির আহমদ সাহেবের সভাপতিত্বে বয়ান পেশ করবেন আল¬ামা ফুলতলী সাহেব ক্বিবলাহ রহ. সুযোগ্য সাহেবজাদা হযরত আল¬াম হাফিজ ফখরুদ্দীন সাহেব আরো দেশ বরুন্য উলামায়ে কেরাম। এরই মধ্যে শেষ পর্যায়ে চলছে মাহফিলের যাবতীয় প্রস্তুতি কাজ। মাহফিলে সর্ব স্তরের ধর্মপ্রাণ মুসলমানদের দুনিয়া ও আখেরাতের অশেষ সওয়াবের অংশ নিতে উপস্থিত থাকতে আহবান করেছেন মাদ্রাসার কমিটির সভাপতি জনাব বকসি কাউসার রশিদ সাহেব।
মন্তব্য করুন