৭ ফেব্রুয়ারী মৌলভীবাজার উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মহফিল

February 6, 2019,

স্টাফ রিপোর্টার॥ ঐতিহ্যেবাহি মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বেলা ২ টা হতে মধ্য রাত পযন্ত  দেশের সুনাম ধন্য উলামায়ে কেরামগন নছিহত পেশ করবেন। তার ইহকাল পরকাল, নামাজ,, নাযাত, দ্বীন,পর্দা, ও ইসলামের বিভিন্ন ধিক তুলে ধরে বয়ান করবেন। মাদ্রাসার অধ্যক্ষ মুফতি বশির আহমদ সাহেবের সভাপতিত্বে বয়ান পেশ করবেন আল¬ামা ফুলতলী সাহেব ক্বিবলাহ রহ. সুযোগ্য সাহেবজাদা হযরত আল¬াম হাফিজ ফখরুদ্দীন সাহেব আরো দেশ বরুন্য উলামায়ে কেরাম। এরই মধ্যে শেষ পর্যায়ে চলছে মাহফিলের যাবতীয় প্রস্তুতি কাজ। মাহফিলে সর্ব স্তরের ধর্মপ্রাণ মুসলমানদের দুনিয়া ও আখেরাতের অশেষ সওয়াবের অংশ নিতে উপস্থিত থাকতে আহবান করেছেন মাদ্রাসার কমিটির সভাপতি জনাব বকসি কাউসার রশিদ সাহেব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com