৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

April 24, 2025,

সালেহ আহমদ (স’লিপক) : ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাস্তবায়নাধীন “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)-২য় সংশোধিত” এর আয়োজনে ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া ০৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ২৪ এপ্রিল মৌলভীবাজার পৌর শহরের সৈয়ারপুর লোকনাথ সেবাশ্রম মন্দিরে সনদপত্র বিতরণ ও সমাপনী” অনুষ্ঠানে প্রকল্পের সিলেট জেলা কার্যালয়ে নিযুক্ত জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনির্বাণ পাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস।

প্রকল্পের সিলেট জেলা কার্যালয়ের নিযুক্ত জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) শ্রী শুভ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রিপন কান্তি ধর রুপক, লোকনাথ সেবাশ্রম মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী চন্দন রায়।

এসময় প্রকল্পের মৌলভীবাজার জেলায় নিযুক্ত টিওটি শ্রী পংকজ ভট্টাচার্য্য, শ্রী রসরঞ্জন ভট্টাচার্য্য, শ্রী পাপ্পু ভট্টাচার্য্য সহ লোকনাথ সেবাশ্রম মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর আওতায় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)” প্রকল্পের আয়োজনে এই সেবাইত প্রশিক্ষণ যে কতটা যুগোপযোগী তার প্রশংসা করে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, সকলে যেন প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান সমাজে ছড়িয়ে দেন।

অতিথিরা ৯ দিনব্যাপী ৩টি বিষয়ে প্রশিক্ষণে পুরোহিতরা হিন্দু আইন, উত্তরাধিকার আইন, দেবত্তর সম্পত্তি, নামজারী, প্রজাস্বত্ব বিধিমালা, তামাদি আইন, পূজা পদ্ধতি, স্বাস্থ্যসেবা ও পুষ্টি, ভূমি আইন, আইসিটি, কম্পিউটার পরিচিতি, সফটওয়ার, হার্ডওয়ার সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com