অপরিকল্পিত ভাবে কমলগঞ্জে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানা

October 5, 2021,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জের রহিমপুরের ধর্মপুর এলাকায় ধলাই নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন কালে অভিযান পরিচালনা করে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার। সোমবার একাধিক গনমাধ্যমে অপরিকল্পিত বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশ হয়।
কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পুলিশি সহায়তায় ধর্মপুরে আকস্মিক অভিযান পরিচালনা করে পাইপ ও একটি ড্রেজার মেশিন ভেঙে দেন। এছাড়াও বালুঘাট থেকে ইজারাদারের দ্বায়িত্বপ্রাপ্ত শমসুদ মিয়াসহ ২ জনকে আটক করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসেন। পরে জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করায় রাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
দীর্ঘদিন থেকে উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ধলাই নদীর তীরের কাছাকাছি মিরতিংগা চা বাগান সড়কে নির্মিত স্টিলের সেতুর পূর্বদিকে ধলাই নদীর ১ম খন্ডাংশ ও পশ্চিমদিকে ২য় খন্ডাংশ ইজারা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত ৫-৭ টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। নদীর বালু উত্তোলনের ফলে ভাঙনে নদীর তীর ধীরে ধীরে বিলীন হচ্ছে।
বিষয়টি শুনে কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার সোমবার সন্ধ্যায় আকস্মিক অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। তিনি বলেন, ‘টাকা পরিশোধ না করায় দুজনকে আটক করে নিয়ে আসা হয়। পরে টাকা পরিশোধ করায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আগামীতেও এরকম অভিযান অব্যাহত থাকবে।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও সোমবারের আকস্মিক অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করেন।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com