অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে দুই নারী ও দুই যুবককে আটক

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান শ্রীমঙ্গল সার্কেল, অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক শ্রীমঙ্গল থানার সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হুমায়ুন কবির নেতৃত্বে এসআই মুহাম্মাদ আলমগীর সঙ্গীয় অফিসার ফোর্সের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শ্রীমঙ্গলে উত্তর ভাড়াউড়া সাকিনস্থ আছমার বাড়ি হতে অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন মহিলাসহ আটক করা হয়।
১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার আসামী হলেন মোঃ ওয়াহিদ মিয়া (২৭), পিতা-মৃত রহমত মিয়া, সাং-স্নাঘাট, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ এবং মোঃ মহন মিয়া (২৩), পিতা- শেফুল মিয়া, সাং- লালবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।
আসামিদের জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ মানব অপরাধ চক্র বলে স্বীকার করে। গ্রেফতার কৃত আসামিগন উক্ত স্থানে টাকার বিনিময়ে দেশের বিভিন্ন এলাকা হতে মহিলা আনিয়া টাকার বিনিময়ে পতিতাবৃত্তির উদ্দেশ্যে মানবপাচার করিয়া থাকে। গ্রেফতার কৃত আসামি’দের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু সহ পূর্বের নিয়মিত মামলায় এবং থানায় মুলতবী পরোয়ানা সিআর ভুক্ত আসামি সহ সর্বমোট ০৭ জন আসামী’ কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য করুন