অস্বচ্ছল সংস্কৃতিসেবীরা পেলেন সরকারি অনুদান

July 30, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ৪০ জন অস্বচ্ছল সংস্কৃতিসেবীকে এককালীন ৫ হাজার টাকা করে সরকারি অনুদান পেয়েছেন।
বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী বিস্তার করায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে প্রতি জেলায় অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে।
এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার ১০০ জন শিল্পীকে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে প্রতিটি উপজেলা প্রশাসনের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার ২৭ জুলাই মৌলভীবাজার জেলা সদরের ৪০ জন শিল্পীর হাতে এককালীন ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার টাকা তোলে দেন প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম।
এরই মধ্যে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, জুড়ী ও রাজনগর উপজেলার সংস্কৃতিসেবীদের সহায়তা প্রদান করা হয়েছে।
এ কার্যক্রম ছাড়াও মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ১৩ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত জেলার সকল উপজেলার প্রায় ২৫০ জন শিল্পীকে সহযোগিতা প্রদানে সমন্বয় করা হয়েছে।
একাডেমির এই কর্মকাণ্ডে সহায়তা দিয়েছেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভা ও উপজেলা পরিষদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি এ সকল প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিল্পীদের নিরাপদে অবস্থান করে নিজ নিজ সাংস্কৃতিক ক্ষেত্রের চর্চা চালিয়ে যাবার উৎসাহ দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com