আগাছা

July 16, 2020,

মোঃ আবু তাহের॥
চৈত্র মাসে রৌদ্র নয়,আগুনের ফুলকি,
ঘামঝরা তাপদাহে যারা কাজ করে
কোটি কোটি প্রাণীর আহার যোগায়,
দেশের কৃষক,এরা নিরিহ মানুষ।
পৌষের হিম শীতল সকালে চাষী
নরম মাটিতে করে জমিন চাষ।
ফালগুনে খরায় পুড়ে মাটি হয় জাত,
চৈত্র মাসে মই-চাষে মাটি হয় ধুলা।
জমির প্রকার ভেদে পাট বীজ আর
আমন ধান,ছিটাইয়া বপন করে।
বৈশাখে প্রথম মেঘেই গজায় চারা,
আগাছা নিরানি দিলে ভাল ফলন মিলে।
লেখা পড়া করে উচ্চ শিক্ষিত হয়ে
সুসময়ে যদি তারা কাজে না লাগে,
অপকর্মের ধান্ধায় ঘোরাফেরা করে,
শিক্ষার মর্যাদা থাকে না,সব বিফলে।
কচি চারা যথা সময়ে নিরানি দিয়ে
বল না দিলে,ভাল ফলন,নিরাশা।
আগাছা গাছ হইলে,ফসল নষ্ট,
চরিত্রে আগাছা জন্মিলে,পথ ভ্রষ্ট।
জ্ঞানী গুণী মানুষ,সমাজ ওদেশের
ভাল কাজ না করে যদি আখের গোছায়,
আগাছা ফসলের দুশমন,নষ্ট চরিত্র
সমাজ ধ্বংস করে,দেশের কলঙ্ক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com