আদম ব্যবসা নিয়ে কথা কাটাকাটির জেরে দুই ভাই গুরুতর আহত, আদম ব্যবসায়ী শাহিন আটক

January 22, 2023,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জের আদমপুর বাজারে আদম ব্যবসার টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে আদম ব্যবসায়ী শাহিন, মন্নান ও বেলাল নামে দুই ভাইকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।  হেলাল ও বেলাল বর্তমানে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন। শাহিন পুলিশ হেফাজতে রয়েছে বলে জানাগেছে।

রোববার ২২ জানুয়ারী বিকেলে আদমপুর বাজারে শাহিনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।  আহত মন্নান ও বেলাল উত্তরভাগ গ্রামের আমির মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, তারা সকলেই আদম ব্যবসার সাথে জড়িত। তারা মধ্যপ্রাচ্যে লোকজন পাঠায়, বিশেষ করে মহিলা পাঠানোর বিষয়ে তারা জড়িত। কয়েকদিন থেকে টাকার ভাগাভাগি নিয়ে শাহিনের সাথে মন্নান ও হেলালের মনোমালিন্য চলছিল। আজকে শাহিনের কাছে দুই ভাই টাকা চাইতে আসলে কথা কাটাকাটির জের ধরে শাহিন দুই ভাইকে ছুরিকাঘাত করে।

এব্যাপারে আদমপুর ইউনিয়নের ইউপি সদস্য মোস্তফা মিয়া জানান, গত কয়েকদিন থেকে তাদের মধ্যে লেনদেন নিয়ে মনোমালিন্য চলছিল। বিষয়টি তিনি সমাধান করার কথা বলে রাখলেও তারা না মেনে ঝগড়ায় জড়িত হয়ে এমন ঘটনা ঘটেছে।

এবিষয়ে কমলগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা (ওসি তদন্ত) জানান, সবাই আদম ব্যবসার সাথে জড়িত, টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে আগে থেকেই মনোমালিন্য ছিল। তিনি বলেন, তারা সকলেই মধপ্রাচ্যে মহিলা পাঠানোর কাজে নিয়োজিত। তিনি আরও বলেন, আহত দুই ভাইয়ের মধ্যে বেলালের অবস্থা আশংকাজনক, মন্নানও আহত।

তারা দুই ভাই বর্তমানে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, শাহিনকে আটক করা হয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com