আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

November 23, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে আলোচনা সভা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর মঙ্গলবার দুপুর ১টায় কলেজ সম্মেলন কক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
কলেজ অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.রফিকুর রহমান। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। প্রভাষক সেলিম আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মণিপুরী সমাজ কল্যান পষিদের সাধারণ সম্পাদক কমলা কান্ত সিংহ, ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সাবেক পৌর কাউন্সিলর রাসেল মতলিব তরফদার, মাওলানা এনাম উদ্দিন, শিক্ষক মো. মোশাহিদ আলী, মাওলানা মো.আব্দুল করিম, কামরুল ইসলাম, মো. আবু সুফিয়ান সুফি, দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী রাহেলা আক্তার, মিনারা বেগম, সুপ্তি মনি দেবী প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে মিলাদ মাহফিল আয়োজক কমিটির সভাপতি প্রভাষক রাবেয়া খাতুন, সাংবাদিক সালাহ্উদ্দিন শুভসহ কলেজের বিভিন্ন বিভাগের শির্ক্ষাথীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেরাত, হামদ-নাত, গজল ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগী দ্বাদশ শ্রেনীর ছাত্রী সুমাইয়া আফরিন তাহমিনা ও সাদিকুন নাহার নুরী,পারভীন আক্তার, নিপা আক্তারও মুজিবুন রহমান মীমদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও এইচএসসি পরীক্ষার্থীদের ক্রেস্ট ও বই প্রদান করেন।
মিলাদ মাহফিল শেষে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা ও দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com