আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী
May 24, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌর শহরের আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২২ মে আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো: তাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশেদা খাতুন।
বিদ্যালয় অভিবাবক সদস্য বুলবুল আহমদ, প্রধান শিক্ষক পূর্না রায় ভৌমিক, বিদ্যালয়ের শিক্ষার্থী প্রাক্তন, ছাত্র ও শিক্ষক অভিবাবক এবং ম্যানেজিং কমিটি সদস্যগন উপস্থিত ছিলেন। মিলাদ শেষে শিরনী বিতরণ করা হয়।
মন্তব্য করুন