আল জাজিরার সংবাদের প্রতিবাদে জুড়ীতে প্রতিবাদ সভা

February 18, 2021,

চৌধুরী ভাস্কর হোম॥ আল জাজিরা টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে জুড়ী মুক্তিযোদ্ধা চত্বরে উপজেলা দেশ প্রেমিক নাগরিক ব্যানেরা আয়োজিত প্রতিবাদ সভায় অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনগুলো।
জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এম ইলিয়াস রহমান, উপজেলা ভাইসচেয়ারম্যান রিন্টু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা যুব লীগের সভাপতি মামুনুর রশিদ, আব্দুল কাদির দারাদ, মইনুল ইসলাম, আব্দুল হান্নান, সোহাগ আহমেদ, মিজানুর রহমান, শাহাবউদ্দিন সাবেল, ইকবাল ভূইয়া প্রমুখ।
আল জাজিরা টেলিভিশনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার প্রস্তুতি চলছে। সেই লক্ষে আমি বেশ কিছু উকিলের সাথে পরামর্শ করছি বলে জানান জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
সিংক- মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান
সমাবেশে বক্তারা বলেন, আল জাজিরা বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করছে, যা বাংলাদেশকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্র। বাংলার মানুষ এ ষড়যন্ত্র প্রতিহত করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com