ঈদে মৌলভীবাজারের ‘এমবি’ বন্ধ থাকবে

May 9, 2020,

স্টাফ রিপোর্টার॥ কর্মচারী ও ক্রেতাদের স্বাস্থ্য বিবেচনায় আসছে ঈদুল ফেতর পর্যন্ত বন্ধ থাকবে মৌলভীবাজারের সুনামধন্য কাপড় ও ডিপার্টমেন্ট স্টোর ‘এমবি’।

এমবি এর পরিচালক নুরুল ইসলাম কামরান জানান, মৌলভীবাজার ও শ্রীমঙ্গল দুটি শাখাই তাদের বন্ধ থাকবে। ‘সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামী ১০ই মে থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা প্রসংশনীয়। কিন্তু বতর্মান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিটি জেলায়ই কোভিড-১৯ এ আক্রান্ত। যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।

মৌলভীবাজার জেলাতেও বেড়েই চলছে আক্রান্ত রোগীর সংখ্যা। আমরা কোভিড-১৯ এর ঝুঁকি থেকে সকল ক্রেতা ও এমবি পরিবারের সদস্যদের সুরক্ষার কথা বিবেচনা করে, আসন্ন পবিত্র ঈদুল ফেতর মৌসুমে আমাদের প্রতিষ্ঠানটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা সকলের নিকট ক্ষমাপ্রার্থী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com