উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনতামূলক আলোচনা সভা।
শনিবার ২৭ নভেম্বর “ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ এসোসিয়েশন” এর আয়োজনে মৌলভীবাজার পৌরসভা হলরুমে এ বিষয়ক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু এর সভাপতিত্বে ও মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সৈয়দ নওশের আলী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক এবং জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি ড. এ কে আব্দুল মুবিন। উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌরসভা মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার জামাল উদ্দিনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর হাইপার টেনশন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক সোহেল রেজা চৌধুরী।
মন্তব্য করুন