উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন-উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন

October 17, 2020,

স্টাফ রিপোর্টার॥ বর্তমান সরকার জনগণের সরকার। তাই শহর থেকে গ্রাম আজ উন্নয়নের ছোঁয়ায় ভরে যাচ্ছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ যেখানে যা প্রয়োজন এই সরকার করে যাচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নাই।
১৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মীর্জাপুর ইউনিয়নের ধোবারহাট বাজারে নৌকা মার্কার প্রার্থী অপূর্ব চন্দ্র দেবের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
সাবেক চেয়ারম্যান ফিরোজ মাষ্টারের সভাপতিত্বে তিনি বলেন, এই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগেই এই অপূর্ব জনগনের কাজ কর যাচ্ছে। তাকে নির্বাচিত করলে সকল ধর্মের মানুষকে নিয়ে এই ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি ও উপ-নির্বাচনের প্রার্থী অপূর্ব চন্দ্র দেব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com