উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইতে শ্রীমঙ্গলে নানক

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ৭ অক্টোবর। বিধি মোতাবেক প্রার্থীদের প্রচার প্রচারণার শেষ দিন আজ। তবে এই প্রথম উপজেলা পরিষদের কোনো নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সিনিয়র নেতার আগমন শ্রীমঙ্গলে।
শহরে স্টেশন রোডের পেট্রোলপাম এলাকায় উপ-নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার সমর্থনে এক জনসভার আয়োজন করা হয়েছে। বিকাল ৪ টায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার কথা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি ও প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
কিন্তু স্বাধীনতার পর থেকে শ্রীমঙ্গলে জাতীয় এবং উপজেলা পরিষদের সব নির্বাচনে জয় লাভ করে আসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রার্থীরা। তবে এবারও বিপুল ভোটে জয়লাভ করবে এমনটাই আশাবাদী তারা।
এদিকে জনসভায় যোগ দিতে ৪ অক্টোবর সোমবার রাত সাড়ে ১১টায় শ্রীমঙ্গলে এসে পৌঁছান আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা জাহাঙ্গীর কবির নানক। মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপ- নির্বাচনের প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা জাহাঙ্গীর কবির নানককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
তবে উপজেলা পরিষদের এই উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভালু লাল রায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা শ্রমিক লীগের যুগ্ন সম্পাদক প্রেম সাগর হাজরা ও উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আফজল হক। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রবও মাঠে রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল জানান, উপজেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার প্রার্থী ভানু লাল রায়ের সমর্থনে জনসভার প্রস্তুতি শেষ পর্যায়ে। বিকাল ৩টায় আওয়ামী লীগের অন্যতম বর্ষীয়ান নেতা জাহাঙ্গীর কবির নানক এই জনসভা থেকে নৌকা মার্কার পক্ষে ভোট চাইবেন।
তিনি আরো বলেন, নির্বাচনে যারাই প্রতিদ্বন্দ্বিতা করছে নৌকার কাছে তারা সবাই ধরাশায়ী হবেন। কারণ শ্রীমঙ্গলের মানুষ বরাবর নৌকায় ভোট দিয়ে আসছেন। এবারও তারা বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবেন।
মন্তব্য করুন