এএসপি আশরাফুজ্জামান পদোন্নতি পেলেন
May 2, 2021,

স্টাফ রিপোর্টার॥ অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছে মৌলভীবাজার জেলা পুলিশের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক। ২ মে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে সারাদেশের মোট ১০৫ জন পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
আশরাফুজ্জমান তাঁর পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে জানান, পদোন্নতি প্রত্যেক চাকুরিজীবির ক্ষেত্রে অবশ্যই খুশির বিষয়। পদোন্নতি তাঁর চাকুরি ক্ষেত্রে যেমন উৎসাহ যোগাবে, তেমনি দায়িত্ব পালনে আগের চেয়ে আরও বৃদ্ধি পেল। তিনি সবার সহযোগিতায় মানুষের সেবায় নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে জানান।
মন্তব্য করুন