একটি বিরল প্রজাতির বন্য প্রাণী উদ্ধার
November 1, 2020,

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক অভিযান চালায়। ১ নভেম্বর রবিবার এ এসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল ভূমি অফিসের মেইন গেইটের সামনে পাঁকা রাস্তার উপর হতে তক্ষক নামক একটি বিরল প্রজাতির বন্য প্রাণীসহ মো. সোহেল জয়(৪১), পিতা- মো. জাহাঙ্গীর হোসেন কালু, সাং-বাড়ইখালী, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট, বর্তমানসাং-মুসলিমবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’কে গ্রেফতার করে। উলে¬খিত ঘটনায় র্যাববাদী হয়ে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতার কৃত আসামিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছে।
মন্তব্য করুন