এখন এক দফা দাবী তত্বাবধায়ক সরকার, জনগন যাকে ইচ্ছে তাকে ভোট দিবে-মৌলভীবাজারে ড. আব্দুল মঈন খান

November 9, 2022,

স্টাফ রিপোর্টার॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গণ সমাবেশ প্রস্তুত কমিটির উপদেষ্ঠা ড. আব্দুল মঈন খান বলেছেন, আগামী ১৯ নভেম্বর সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় গণ সমাবেশে লক্ষাধিক মানুষের সমাবেশ হবে। নিরপেক্ষ সরকারের অধিনে একটি সুষ্টু বির্বাচনের দাবীতে বিভিন্ন স্থানে সমাবেশ হচ্ছে। এ সরকারে আমলে জিনিস পত্রের দাম বেড়েছে। এখন আমাদের এক দফা দাবী তত্বাবধায়ক সরকারের। জনগন যাকে ইচ্ছে তাকে ভোট দিবে। বিএনপি ক্ষতায় আসার জন্য রাজনীতি করেনা। বিএনপি রাজনীতি করে সাধারণ মানুষের কল্যাণ ও অধিকারের জন্য। তিনি বুধবার ৯ নভেম্বর দূপুরে  প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় গণ সমাবেশকে সফল করতে মৌলভীবাজার জেলা বিএনপি সমন্বয় সভায় এসব কথা বলেন।

মঈন খান আরও বলেন এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল, আর বলছে উন্নয়নের জোয়ার হয়েছে। এখন দেখি উন্নয়নের জেয়ারের নামে দুর্নীতির জোয়ার হয়েছে। তিনি স্বাধীনতার যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, বুকের রক্ত ঢেলে দিয়েছিল গণতন্ত্রের জন্য। আজকে স্বাধীনতার ৫০ বছর পর কেন আবার বলতে হয়ে এ দেশে গণতন্ত্র নেই।

বুধবার দূপুরে মৌলভীবাজার শহরের একটি অভিজাত হোটেলের হল রুমে মৌলভীবাজর জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহা সচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ উর রহমান, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জল সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্ধ।

গণসমাবেশ প্রস্তুতি কমিটির দলনেতা বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আজকে বিএনপি আন্দোলন করছে; দ্রব্যমূলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য। সেই আন্দোলন করতে গিয়ে আমার দলের সাত জন ভাইকে শহীদ হতে হয়েছে। সেই কারণে সারাদেশের সর্বস্তরের ক্ষুব্দ মানুষ আজ বিএনপির সমাবেশে যোগ দিয়ে দেখিয়ে দিচ্ছে।

তিনি দলের নেতাদের বলেন, নেতৃত্ব এখন আর আমাদের মতো আর আপনাদের মতো কোন নেতার হাতের মধ্যে নেই। নেই কেন এরই মধ্যে এটা প্রমাণিত হয়েছে। আমাদের চেয়ে মাঠ পর্যায়ের কর্মীরা এখন কমপক্ষে একশো মাইল সামনে এগিয়ে আছে। যদি তাই না হতো, আমরা তো কাউকে চারদিন আগে বরিশালে আসতে বলি নাই। আমরা তো কাউকে তিনদিন আগে আসতে বলি নাই। ভেঁলায় পারি দিয়ে তাঁবু নিয়ে চাল ডাল তরি তরকারি নিয়ে আসতে বলি নাই।  চুলা নিয়ে রান্না করে  খেলা মাঠের মধ্যে খেতে তো বলি নাই। মনের তাগিদে তারা এসেছে। গনতন্ত্র ও ভোটাধিকার আইনের শাসন ফিরিয়ে আনতে এসেছে। আমরা যেটা চেয়েছি, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অনেক সামনে এগিয়ে আসছে। সুতরাং আমরা যারা নেতৃত্বে আছি আমরা যেন সতর্ক হই। যারা যেখানে দায়িত্বে আছেন তা সঠিকভাবে পালন করতে হবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন করছে। ফ্যাসিস্ট আওয়ামীলীগ হিটলারের প্রেতআত্মা। এই আওয়ামীলীগ ১৬৪ দিন দেশের অর্থনীতিকে জিম্মি করে গাল চিপে ধরে চিটাগাং পোর্ট বন্ধ করে দিয়ে তত্বাবধায়ক সরকার প্রবর্তনের জন্য জ¦ালাও পোড়াও লগি বৈঠার আন্দোলন করেছিল।  এই তত্বাবধায়ক সরকারের দাবিতে, আওয়ামীলীগ দেশেকে অচল করেছিল। সেদিন দেশকে রক্ষা করার জন্য বেগম জিয়া তত্বাবধায়ক সরকার পদ্ধতি ষষ্ঠ সংসদে পাশ করেন। অথচ আওয়ামীলীগ ক্ষমতায় এসে এই পদ্ধতিকেই বাতিল করলো। এখন তারাই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দিনের ভোট রাতে করছে। এ অবস্থা আর চলতে দেয়া যায় না। যত বাধাই আসুক তা পেরিয়ে দলের সকল নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। আগামী ১৯ নভেম্বরের সিলেটের গনসমাবেশে সফল করতে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি বদরুল আলম, মো. হেলু মিয়া, ফয়ছল আহমদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, প্রচার সম্পাদক মো. ইদ্রিছ আলী, জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমেদ, জেলা আইনজীবি ফোরামের সভাপতি এড. মামুনুর রশীদ, মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ রশীদ, জেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি নাছরিন বেগম, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সুফিয়া রহমান ইতি, সাংগঠনিক সম্পাদক সুফিয়া সুলেমান কলি, জেলা জাসাস সভাপতি রাসেল আহমদ সহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা।

 বক্তারা সিলেটের বিভাগীয় গণ সমাবেশকে সফল করতে বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবায়ন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com