এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পরীক্ষায় উত্তীর্ন হওয়া সকল মেধাবী শিক্ষার্থীদের “অন্বেষা মৌলভীবাজার” সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে।
শনিবার ৭ মে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অন্বেষা মৌলভীবাজার এর সভাপতি সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু এর সভাপতিত্বে মেধাবী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ইন্টারভেশোনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল। আলোচনা সভায় স¦াগত বক্তব্য রাখেন “অন্বেষা মৌলভীবাজার” এর সাধারণ সম্পাদক ঋষিকেশ দাশ পিন্টু। এরপর মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের এস এস সি এবং এইচ এস সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ন হওয়া শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীবৃন্দ, অভিবাবকবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে জিপিএ-৫ পেয়ে পরীক্ষায় উত্তীর্ন হওয়া সকল মেধাবী শিক্ষার্থীদেরকে “অন্বেষা মৌলভীবাজার” কর্তৃক সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।
মন্তব্য করুন