ওয়াটার সেনিটেশন হাইজিং এর অগ্রগতি ও করনীয় বিষয়ে দিনব্যাপী কনসালটেশন কর্মশালা

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যকর্মী ও উন্নয়নকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ওয়াটার সেনিটেশন হাইজিং এর অগ্রগতি ও করনীয় বিষয়ে দিনব্যাপী কনসালটেশন কর্মশালা।
বৃহস্পতিবার ২৪ নভেম্বর সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে আইডিয়ার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ডা. পার্থ সারতি সিংহ, উপজেলা জনস্থাস্থ প্রকৌশলী সাইফুল ইসলাম, আইডিয়ার ব্যবস্থাপক পংকজ ঘোষ দস্তিদার, এডভোকেসি অফিসার বিশ^জিৎ দেব রায়, আইডিয়ার টেকলিক্যাল অফিসার মৃনাল কান্তি দাশ।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু। আইডিয়ার টেকলিক্যাল অফিসার মৃনাল কান্তি দাশ জানান, প্রমোটিং ওয়াস ফর হার্ড টু রিচ কমিউনিটিস ইনক্লুডিং টি গার্ডেন ওয়ার্কস ইন বাংলাদেশ প্রকল্পের আওয়তায় আইডিয়া এর উদ্যোগে শ্রীমঙ্গলের চা জনগোষ্ঠীর ওয়াটার স্যানিটেশন ও হাইজিং নিয়ে কাজ করছে। এই কর্মশালায় কাজের অগ্রগতি ও করনীয় বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, শ্রীমঙ্গলের বিশাল এলাকা চা জনগোষ্টী এবং পাহড়ী এলাকা। এ উপজেলার বিভিন্ন এলাকায় পানীও জলের প্রাপ্তি ও ব্যবহারে ঘাটতি রয়েছে। বিশেষ করে চা বাগান এলাকায়।
এ বিষয়ে সরকার, চা বাগান মালিক, উন্নয়ন সংগঠন ও ব্যবহারকারী প্রত্যেকেরই এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। এই কর্মশালায় বিভিন্ন শ্রেণী প্রেশার ৪৫ জন মানুষ অংশনেন।
মন্তব্য করুন