কবি সাহিত্য ও লেখক পরিষদ মৌলভীবাজার জেলার কমিটি গঠন

September 13, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ বাংলাদেশ কবি সাহিত্য ও লেখক পরিষদ মৌলভীবাজার জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।

১২ সেপ্টেম্বর শনিবার বিকেলে কমিটি পুনর্গঠনের লক্ষ্যে পরিষদের জেলা কার্যালয়ে সংগঠনের সভাপতি কবি সৈয়দ শওকতুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শিক্ষক এ কে এম তাহিরুল হকের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে কবি লেখক ও গীতিকার সৈয়দ শওকতুজ্জামানকে সভাপতি ও শিক্ষক, সাংবাদিক, কলামিস্ট এ কে এম তাহিরুল হককে সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি ও লেখক মাহফুজ শাকিলকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোতাহের হোসেন, প্রভাষক মোঃ শাবুল আহমদ,সহ-সভাপতি প্রভাষক এম এ রাব্বানী, কবি, সাংবাদিক ও সাহিত্যিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কবি ও গীতিকার বেলাল তালুকদার, যুগ্ম সম্পাদক জুড়ী প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, দীপ্ত নিউজের সম্পাদক দুরুদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক কবি ও ছড়াকার আব্দুল আহাদ, গীতিকার এম রাজু আহমদ, অর্থ সম্পাদক কবি মুহিবুর রহমান,সহ-অর্থ সম্পাদক লেখক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক বশির আল ফেরদাউস, সহ-দপ্তর সম্পাদক কবি জমসেদ আহমেদ, প্রকাশনা সম্পাদক অনুকাব্যকার শহীদুল ইসলাম তনয়, সহ-প্রকাশনা সম্পাদক কবি লুৎফুর রহমান সাংস্কৃতিক সম্পাদক কবি জাকির হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক কবি মোতাছিম বিল্লাহ, ধর্ম সম্পাদক লেখক রবিউল ইসলাম সুহেল, সহ-ধর্ম সম্পাদক কবি ফখরুল ইসলাম। উপদেষ্টাবৃন্দরা হলেন সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, অধ্যক্ষ ড. ফরহাদ আহমদ, কমিউনিটি নেতা ফারুক উদ্দিন আহমদ সুন্দর, পল্লীকণ্ঠের সম্পাদক মাহমুদ হাসান। পরিষদের সভাপতি-সম্পাদক জানান, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং পূর্ণাঙ্গ কমিটিতে বাকি সদস্যদের নাম অন্তর্ভূক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com