কমরেড সিকান্দর আলী অসুস্থ, হাসপাতালে ভর্তি
September 14, 2020,

পিন্টু দেবনাথ॥ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি, মৌলভীবাজার সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক, ৯০’এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের তুখোর ছাত্রনেতা, বিশিস্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক কমরেড সিকান্দর আলী শনিবার রাতে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন। তাঁর সার্বক্ষনিক চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের নিকট সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
কমরেড সিকান্দর আলী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের বাসিন্দা।
মন্তব্য করুন