কমলগঞ্জে ইসকনকে ভূমির দলিল হস্তান্তর ও সনাতন সভা

February 13, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে আন্তজার্তিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কে ভূমির দলিল হস্তান্তর সনাতন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ ফেব্রুয়ারী বিকাল ৩টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে ইসকন এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কীত কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
সিলেট এমসি কলেজের উপাধ্যক্ষ (অব:) নন্দলাল শর্মার সভাপতিত্বে আশীর্বাদক হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ইসকনের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, জ্যোর্তিময় শর্ম্মা প্রমুখ।
অনুষ্ঠানে সিদ্ধেশ্বরপুর গ্রামের প্রফেসর নন্দলাল শর্মা আন্তজার্তিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কে ৫ কিয়ার ভূমির দলিল আনুষ্ঠানিকভাবে দান করেন। পরে মঙ্গল আরতি, দর্শন আরতি, গুরুপুজা কীর্তন মেলা ও প্রসাদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com