মৌলভীবাজারে উপসর্গ ছাড়া মৃত ব্যাক্তির শরিরে করোনা পাওয়া যায় : ১২ বছরের এক শিশু সহ জেলায় মোট আক্রান্ত ১৮

May 3, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের সুনছড়া চা বাগানে ষাট উর্দ্ধো মৃত ব্যাক্তি চৈতু কর্মকারের শরিরে করোনা পজেটিভ মিলেছে। ২৭ এপ্রিল রাত সাড়ে ৯ টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে করোনার উপসর্গ ছিলনা। মৃত্যু পর গ্রাম বাসির আভিযোগে নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠালে পরীক্ষা ধরা পরে করোনা ভাইরাস।
তবে বৃদ্ধের এক নাতি ঢাকা থেকে বাড়িতে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে ছিলেন একই ঘরে। ১৪ দিনের মাথায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় দাদা চৈতু কর্মকারের।
জেলায় সম্প্রতি নরসিংদী ফেরত নতুন করে ১২ বছরের এক শিশু করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। পরিসংখ্যন অনুযায়ী আক্রান্তে পুলিশ সদস্য বেশী।
উল্লেখ্য করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ৩ জন মারাযান। এর মধ্যে রাজনগরে ১ জন, জেলা সদরের ১ জন ঢাকায় মারাযান ও সর্বশেষ কমলগঞ্জে ১ জন মারাযান। করোনা উপসর্গ নিয়ে মারা যান ৭ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com