কমলগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্টির মধ্যে বকনা গরু ও দানাদার খাদ্য বিতরণ

June 14, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরাত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্টির ৭০ জন সুফলভোগী পরিবারের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা গরু ও দানাদার খাদ্য বিতরণ করা হয়। রোববার ১৪ জুন দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর প্রাঙ্গনে বকনা গরু ও দানাদার খাদ্য বিতরণ করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা  ডা: হেদায়েত আলীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী প্রমুখ।

সমতল ভূমিতে বসবাসরাত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে জনপ্রতি ১টি বকনা গরু ও ১২৫ কেজি দানাদার খাদ্য ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা  ডা: হেদায়েত আলী জানান, ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় পরবর্তীতে প্রকল্পের সুফলভোগীদের মাঝে গরুর ঘর তৈরী করার জন্য উপকরণ দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com