কমলগঞ্জে গাঁজা সহ ২ জন আটক
January 14, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে মাদক দ্রব্য গাজা সহ ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৪ জানুয়ারী দুপুর ২টায় কমলগঞ্জ থানা আদমপুর বাজার থেকে তাদের আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের সামনা থেকে ২ জনকে আটক করে। এদের মধ্যে দক্ষিন গুলের হাওড় এলাকার তজিমুলের ছেলে ফয়সল (৩৬) ও একই এলাকার রহমান মিয়ার ছেলে সালে আহমেদ (১৭)।এসময় তাদের কাছ থেকে কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চত করে বলেন, আটক ২জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন