কমলগঞ্জে তালামীযের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন

প্রণীত রঞ্জন দেবনাথ॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনুজামানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা এবং ফ্রান্সে মহানবী (সাঃ) কে উদ্দেশ্য করে ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার ১৫ নভেম্বর সকাল ১১ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় তালামীযের সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান। কমলগঞ্জ উপজেলা তালামীয সভাপতি এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি কাজী আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হাফেজ এম এ ওহাব, মৌলভীবাজার জেলা তালামীয আহবায়ক মুফতি আব্দুল জলিল, কমলগঞ্জ পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, সাংবাদিক শাহীন আহমেদ, আল ইসলাহ নেতা মঞ্জুর ইসলাম, মুহিবুর রহমান, তালামীয নেতা কাউসার আহমেদ, আব্দুল মোহাইমিন ফাহাদ, শাহ আব্দুল জলিল, মাহমুদ আলী, মহসীন আহমেদ প্রমুখ। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভানুগাছ বাজার প্রদক্ষিন শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়। সবশেষে দেশ ও জাতির কল্যান কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন