কমলগঞ্জে দু’টি বসতঘরসহ একটি দোকান আগুনে ভস্মিভূত

January 21, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে অগ্নিকান্ডে দু’টি বসতঘর ও একটি মুদি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

শুক্রবার ২০ জানুয়ারি রাত সাড়ে ৮ ঘটিকায় বিদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতে মো: মোশাররফ হোসেনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বৈদ্যুৎতিক শর্টসার্কিট বা শুকনো খড় থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুনে বসতঘর ও দোকান পুড়ে যায়। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

ক্ষতিগ্রস্ত মো. মোশাররফ হোসেন জানান, আগুন কিভাবে লেগেছে তা আমরা জানিনা। আমার ঘরের দুজন ভাড়াটিয়া রিনা বেগম এবং মিনা বেগমের দোকান ও আমার একটি ঘর আগুনে পুড়ে গেছে। আমাদের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, আগুন লাগার বিষয়টি শুনেছি। ক্ষতিগ্রস্তদের সহায়তা করার চেষ্টা করব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com