কমলগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা

June 7, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৭ জুন বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভঅ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাম ভজন কৈরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীন, সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, কমলগঞ্জ পৌসভার মেয়র জুয়েল আহমেদ ও উপজেলা প্রকল্প কর্মকর্তা আসাদুজ্জাান। এছাড়াও উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সম্প্রতি চট্রগ্রামের সীতাকুন্ডে ঘটে যাওয়া বড় বিষ্ফোরণ ও সোমবার সিলেটের জৈয়ন্তিয়াপুরে ভূমি ধ্বসে ৪ জনের প্রাণ হানির কথা উল্লেখ্য করে বলেন, দূর্ঘটনা ঘটার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
তিনি কলেগঞ্জের পাহার টিলা ঘেসা কয়েকটি বসতি এলাকা পরিদর্শণ করে বসবাসকারীদের এ বর্ষায় নিরাপদ স্থানে বসবাস করতে পরামর্শ দিয়েছেন। একই সাথে নদ-নদীর পানির বৃদ্ধি ও ভূমি ধ্বসের দিকে সার্বক্ষনিক নজর রাখতে সকল চেয়ারম্যানদের নির্দেশনা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com