কমলগঞ্জে দেড় শতাধিক দিনমুজুর কর্মহীন পরিবারকে ব্যবসায়ীর ত্রাণসামগ্রী প্রদান
April 2, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী মো: মাসুক মিয়ার অর্থায়নে প্রায় দেড়শত দিনমজুর ও কর্মহীন পরিবারের মাঝে বৃহস্পতিবার সকাল ১০টায় খাদ্যসামগ্রী বিতরণ কর হয়।
এ সময় সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাধ, স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন আহমেদ, সাবেক ইউপি সদস্য সফর আলী, আলীনগর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির খান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহিত আহমেদ, ছাত্রলীগ নেতা সুমন আহমদ, ফজলু মিয়া, রাশেদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরিবার প্রতি ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পিঁয়াজ, ১ প্যাকেট বিস্কুট ও ১টি করে সাবান দেওয়া হয়।
মন্তব্য করুন