কমলগঞ্জে নতুন করে আরো ৬ জন করোনায় আক্রান্ত

June 1, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে নতুন করে ৬ জন ও পুরাতন ২ জনের পুণরায় করোনা শনাক্ত করা হয়েছে। রোববার ৩১ মে রাত সাড়ে ১১ টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা প্রহরী, গার্মেন্টস কর্মী, গৃহিনী ও স্কুল ছাত্রী রয়েছে। নতুন আক্রান্তদের মাঝে শমশেরনগর বাজারে আক্রান্ত ২ গৃহিনী, ১ স্কুল ছাত্রীসহ ৩ জন, মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী চা শ্রমিক সন্তান ১ জন, উত্তর তিলকপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা প্রহরী ১ জন ও কমলগঞ্জ পৌর এলাকার নছরতপুর গ্রামের ৭০ বছর বয়স্ক ১ জন বৃদ্ধের করোনা শনাক্ত করা হয়েছে। পুরতানদের মাঝে সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখার একজন কর্মকর্তা ও শমশেরনগর সবুজবাগ আবাসিক এলাকার ২য় শ্রেণির এক ছাত্রীর দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় করেনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে কমলগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া জানান, গত রোববার রাতে কমলগঞ্জে ৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে নতুন করে ৬ জন ও পুরাতন ২ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। তিনি আরো জানান, আক্রান্তদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার ব্যবস্থা করে বাড়িগুলো লকডাউন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com