কমলগঞ্জে ফখর উদ্দিন চৌধুরী কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রেসক্লাব ভবন নির্ম্মানে আর্থিক অনুদান প্রদান

May 17, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের ভবন নির্ম¥ানের জন্য নগদ ১ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে ফখর উদ্দিন চৌধুরী কল্যাণ ট্রাস্ট।
১৫ মে  সোমবার সন্ধ্যায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক সহায়তার টাকা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।
কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক-গবেষক আহমদ সিরাজ, দৈনিক সমকালের মৌলভীবাজার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম, হুরুন্নেচ্ছা খাতুন চৌধুরী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সামাদ, ফখর উদ্দিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শাব্বির এলাহী, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, মাধবপুর ইউপি সদস্য মোতাহের আলী প্রমুখ। অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাবের ভবন নির্ম¥ানের জন্য ফখর উদ্দিন চৌধুরী কল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে নগদ ১ লক্ষ টাকা আর্থিক অনুদান তুলে দেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনসহ অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com