কমলগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

November 5, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ডা. এম. এ, মতিন এর পরিবারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রামেশ্বরপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ ক্যাম্পে তিন শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে সেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক সাইফ আহমেদ, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, জেলার শ্রেষ্ঠ সমাজসেবক আব্দুল হান্নান চিনু, ডা. এম, এ, মতিনের ছেলে শরিফ আহমেদ, সমাজসেবক অলী আহমদ খান, ইউপি সদস্য আব্দুস সুবহান বাবু, সমাজসেবক হারুন মিয়া, রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সিদ্দেক মিয়া, এডভোকেট সালেহ আহমদ রিপন প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন অধ্যাপক ডা. গুলজার আহমেদ, ডা. রাবেয়া বেগম, ডা. চৌধুরী ফারহানা আহমেদ, ডা. সৈয়দা তারান্নুমা ফারহিন, ডা. আমিনুর রহমান ইমন ও ডা. সাজেদা বেগম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com