কমলগঞ্জে বদরুন নাহার ভূইঁয়া বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধন

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বদরুন নাহার ভূইঁয়া বালিকা বিদ্যালয় তেকে এ বছরের এসএসসি পরীক্ষার্থীদেও বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। বুধবার ১০ নভেম্বর সকাল সাড়ে ১১টায় আদমপুর ইউনিয়নের বদুরুন নাহার ভূইঁয়া বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়।
প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা আওয়ামীলীগ নেতা সাব্বির আহমেদ ভূইঁয়ার সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল মতিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে পরীক্ষার্থী ছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ও মৌলবীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, শিক্ষক হেনা আক্তার, সায়েদ আলী,হাপেজ আব্দুর ওহাব মতিন আধকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহঃশিক্ষক আব্দুল গণি দুলাল, এসএসসি পরীক্ষার্থী লাবনী আক্তার ,রিমা বেগম প্রমূখ।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের স্কুলের পক্ষ থেকে শিক্ষা উপকরণসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়। উল্লেখ্য এ বছর বদরুন নাহার ভূইঁয়া বালিকা বিদ্যালয় থেকে ২৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। বিগত প্রতিটি পাবলিক পরীক্ষায় এ প্রতিষ্ঠানটি শতভাগ সাফল্য অর্জন করেছে।
মন্তব্য করুন