কমলগঞ্জে বাংলাদেশ ভারত প্রস্তাবিত বর্ডার হাট চালু হচ্ছে

November 10, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ কমলগঞ্জে চালু হচ্ছে বাংলাদেশ ভারত প্রস্তাবিত বর্ডার হাট। মঙ্গলবার ৯ নভেম্বর বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তে কমলপুরস্থ টাউন হলে ভারত বাংলাদেশ বর্ডার হাটের জায়গা নির্বাচনের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনের নেতৃত্বে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশেকুল হক, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল সহিদুল হক মুন্সি, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

ভারতের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এডিএম মুসলিম উদ্দিন আহমেদ। ভারত-বাংলাদেশ বর্ডার হাট পরিচালনা কমিটির যৌথ সভায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা বর্ডারের নিকট চাম্পারায় চা-বাগান সংলগ্ন সোনারায় এলাকায় হাট পরিচালনার কার্যক্রম চালু হবে বলে উভয় দেশের প্রতিনিধিবৃন্দ এক মত পোষণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com