কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু

June 11, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১০ জুন শুক্রবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর গোলেরহাওর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর গোলেরহাওর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন (৪৫) বসতঘরের ড্রপ লাইনে পাশের বাড়ির ফখর”ল ইসলামের একটি কাঠাল গাছ পড়ে লাইনটি ঝুলে যায়। পরে পল্লী বিদ্যুৎ এর অভিযোগ কেন্দ্রে জানানোর পরও বিদ্যুৎ লাইনটি সংস্কার করা হয়নি। কাজ শেষে ঝুলে থাকা ড্রপ লাইনটি একটি বাঁশ দিয়ে তুলে রাখতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শাহাবুদ্দিন। পরে তাকে দ্র”ত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মীর গোলাম ফার”ক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ করা হয়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com